নানা নাটকীয়তার মধ্য দিয়ে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উইলিয়াম রুতো। সোমবার (১৫ আগস্ট) ঘোষণা করা হয় আনুষ্ঠানিক ফলাফল। প্রতিদ্বন্দ্বী রাইলা ওডিঙ্গার চেয়ে সামান্য ব্যবধানে জয় পেয়েছেন রুতো।
মিলেছে ৫০ দশমিক ৫ শতাংশ ভোট। দেশটিতে গত মঙ্গলবার নির্বাচন হলেও নানা উত্তেজনায় ফল ঘোষণায় লেগে যায় ৬ দিন। ভোট জালিয়াতির অভিযোগ তোলে ওডিঙ্গার দল। নজিরবিহীনভাবে ফল ঘোষণায় আপত্তি জানান নির্বাচন কমিশনের চার সদস্য। নির্বাচনকে ‘অস্বচ্ছ’ আখ্যা দেন তারা। শেষমেশ রুতোকে বিজয়ী ঘোষণা করা হলে উচ্ছ্বাসে ফেটে পড়ে তার সমর্থকরা।
এ নিয়ে ব্যাপক বিক্ষোভ করে ওডিঙ্গার দল। প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটার ডেপুটি হিসেবে ১০ বছর কাজ করেছেন ৫৫ বছর বয়সী রুতো। তবে শেষ দিকে চরম অবনতি হয় দুজনের সম্পর্কের। এমনকি ভোটে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ওডিঙ্গাকে সমর্থন দেন বিদায়ী প্রেসিডেন্ট কেনিয়াটা।
/এডব্লিউ
Leave a reply