পঞ্চগড়ে ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

|

ছবি: সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলীর অফিসিয়াল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগে উঠেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি অবহিত হন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এবং উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সাধারণ জনগণকে টাকা লেনদেনে সতর্ক করে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় বোদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বোদা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই বোদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সরকারি প্রকল্পের কথা বলে ফোন দেয়া শুরু করে প্রতারক চক্রটি।

জানা যায়, মঙ্গলবার সকালে প্রতারক চক্র প্রথমে বোদা উপজেলার সাকোয়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানকে ফোন দিয়ে একটি সরকারি প্রকল্প চেয়ারম্যানকে বরাদ্দ দেয়ার জন্য দ্রুত একটি নাম্বারে যোগাযোগ করতে বলে। চেয়ারম্যান বিষয়টি বুঝতে পারে এবং ফোনে আওয়াজ ভিন্ন শুনে প্রশাসনকে জানায়। পর্যায়ক্রমে বড়শশী ইউপি চেয়ারম্যান রেয়াজুল করিম প্রধানকে একই কথা বলে ফোন দেয় ওই চক্র। তিনিও বিষয়টি বুঝতে পেরে প্রশাসনকে জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাকা লেনদেন না করতে সবাইকে সচেতন করে বলা হয় কোনো প্রকল্পের জন্য ফোন দেয়া হয়নি। এটি একটি প্রতারক চক্রের কাজ।

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে অবহিত হওয়ার পর থেকে সবাইকে সচেতন করা হচ্ছে, কেউ প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে যেন আর্থিক লেনদেন না করে। একই সাথে সবাইকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে সচেতন করা হয়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply