আর্জেন্টিনায় ডজন তিমির মুখে দুই প্যাডেল বোর্ডার; যা জানা গেলো

|

বিবিসি থেকে নেয়া ছবি।

সাগরে প্যাডেল বোর্ডিং করতে গিয়ে তিমির কবলে, তাও আবার একটি দুটি নয় পুরো এক ডজন তিমি! আর্জেন্টিনার উপকূলীয় শহর মন্তে হারমোসোয় হয় রোমহর্ষক এ ঘটনা। জানা গেছে, প্যাডেল বোর্ডিংয়ের সময় ১২টি তিমি ঘিরে ফেলে দুই প্যাডেল বোর্ডারকে। এ সময় সাগরে প্রায় এক ঘণ্টা তিমিগুলোর সাথেই চলতে হয় তাদের দু’জনকে। তবে কোনো অঘটন ঘটেনি। সবচেয়ে অবাক করার বিষয় হলো, ভয় না পেয়ে তিমিদের সাথে উল্টো মজা করেছেন দুই বোর্ডার। খবর বিবিসির।

আর্জেন্টিনার মন্টে হারমোসো সাগরে নিয়মিতই প্যাডেল বোর্ডিং করেন ভ্যালেন্টিন ভিলালোবা আর দিয়েগো শুলজ। তবে এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি তাদের।

তারা জানিয়েছেন, প্যাডেল বোর্ডিংয়ের সময় হঠাৎই ফুলে ওঠে সমুদ্রের পানি। মাথা তুলে উঁকি মারে প্রকাণ্ড সব তিমি। একা নয়, বরং দলবল নিয়েই হাজির হয় তারা। সবচেয়ে বড় তিমিটির নেতৃত্বে প্যাডেল বোর্ডারদের ঘিরে ধরে বিভিন্ন আকারের ডজনখানেক তিমি। শুরুতে বেশ চমকে গেলেও এ সময় একে অপরকে সাহস দেন দুই বোর্ডার। নেতা তিমিকে অভিবাদন জানিয়ে কুশল জানতে চান একজন। আদরও করে দেন একটু।

এরইমধ্যে, খেলাচ্ছলে একজনের বোর্ড উল্টে দেয় সামুদ্রিক প্রাণীটি। ঘণ্টাখানেক একসাথে কাটালেও প্যাডেল বোর্ডারদের কোনো ক্ষতি করেনি তিমির দল। তবে, অনন্য এ অভিজ্ঞতার সঙ্গী তিমিগুলো কোন প্রজাতির তা বুঝতে পারেননি দুই বোর্ডারের কেউই।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply