রোহিঙ্গা বিরোধী যে ধারণা তাতে জাতিসংঘ উদ্বিগ্ন: মিশেল ব্যাচেলেট

|

বাংলাদেশে রোহিঙ্গা বিরোধী যে ধারণা গড়ে উঠছে তাতে জাতিসংঘ উদ্বিগ্ন বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের নিরপেক্ষ তদন্ত করতে মিয়ানমারকে আহ্বান জানান তিনি। বলেন, মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের সুষ্ঠু তদন্ত জরুরি। এ সময় র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুম ও খুনের যেসব অভিযোগ আছে, সেগুলোর গ্রহনযোগ্য ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির আওতায় আনার কথা জানান মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

সরকারকে একটি আলাদা কমিশন গঠন করে গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা তদন্ত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার। এছাড়া হিন্দুসহ সংখ্যালঘু জনগোষ্ঠী ও ক্ষুদ্র-নৃ গোষ্টির মানবাধিকার রক্ষায় সরকারকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply