সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এর সাথে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সাথে বৈঠকে অংশ নিতে রোববার সিঙ্গাপুরে পৌঁছান তিনি।
সিঙ্গাপুরের অস্থায়ী আবাসস্থল হোটেল সাংরিলা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহর পৌঁছায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এর আগে মঙ্গলবারের বৈঠক সফল করতে দু’দেশের শীর্ষ কূটনীতিকরা বৈঠক করেছেন। আলোচনার টেবিলে যেন কোনো ফাঁক না থাকে সে ব্যাপারে সবশেষ প্রস্তুতি নিতেই মিলিত হন তারা।
উত্তর কোরিয়ার গণমাধ্যমের দাবি, ট্রাম্পের সাথে আলোচনায় দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়ার ব্যাপারে জোর দেবেন কিম জং উন। দুই নেতার ঐতিহাসিক বৈঠক নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সিঙ্গাপুরে।
যমুনা অনলাইন: এটি
Leave a reply