বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাতভর ভারি বৃষ্টিপাতে চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা।
মধ্যরাতেই তলিয়ে যায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, প্রবর্তক মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, ষোলশহর এলাকা। দোকান পাট, বাসাবাড়ির নিচতলাতেও পানি ঢুকে যায়। হাঁটু পানির নিচে তলিয়ে যায় সড়ক। ফলে, চরম ভোগান্তিতে পড়েন এসব এলাকার মানুষ। সকাল থেকে তেমন বৃষ্টি না হলেও পানি সরেনি এখনও।
রোববার ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৬০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
যমুনা অনলাইন: এটি
Leave a reply