গ্যাসের দাম বাড়াতে শুনানি শুরু

|

ভোটের বছরে আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির তৎপরতা চলছে। এ লক্ষ্যে বিভিন্ন কোম্পানির প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রথম দিনে জিটিসিএলর প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়।

কোম্পানিটি গ্যাসের সঞ্চালন ব্যয় প্রতি ঘনমিটারে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ১০ পয়সা বাড়ানোর পক্ষে বিইআরসির কারিগরি কমিটি।

সঞ্চালন ব্যয় বৃদ্ধির যুক্তি তুলে ধরেন জিটিসিএল’র কর্মকর্তারা। ভোক্তা সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম এর বিরোধিতা করে বলেন, দুর্নীতিসহ সিস্টেম লস কমালে সঞ্চালন ব্যয়সহ গ্যাসের দাম আর বাড়ানোর প্রয়োজন পড়বে না।

আগামীকাল তিতাসের প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্টিত হবে। পর্যায়ক্রমে অন্য বিতরণ কোম্পানির প্রস্তাব নিয়ে শুনানি করবে বিইআরসি। এসব কোম্পানি গড়ে ৭৫ শতাংশ হারে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। তবে আবাসিকে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply