শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ নারী চা শ্রমিক নিহত

|

প্রতীকী ছবি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানে ঘর লেপার জন্য মাটি আনতে গিয়ে টিলা ধসে ৪ নারী চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে লখাইছড়া চা বাগানে এ দুর্ঘটনা ঘটে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঘর লেপার জন্য মাটি আনতে গিয়েছিলেন ওই চার নারী। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে আরও দুজন মারা যান।

স্থানীয়রা জানান, ঘর মেরামতের জন্য টিলার মাটি আনতে যান ওই চার নারী। মাটি কাটার একপর্যায়ে হঠাৎ ধসে যায় টিলা। এতে চাপা পড়েন চারজনই। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায় স্থানীয়রা। ঘটনাস্থলেই মারা যান দুজন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও দুজনের। নিহতদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply