Site icon Jamuna Television

এবার ‘এমপুরান’ নিয়ে আসছেন মোহনলাল

সম্প্রতি মোহনলালকে নিয়ে ‘এমপুরান’ সিনেমার কাজ শুরুর ঘোষণা দিয়েছেন নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারনণ। সিনেমাটি হলো ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত মোহনলাল অভিনীত ‘লুসিফার’সিনেমার সিক্যুয়েল। আর এবার এ সিনেমার বাজেট হতে যাচ্ছে ৪০০ কোটি রুপি!

‘লুসিফার সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে নাম লেখান মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারান। সিক্যুয়েল ইঙ্গিত দেয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন তিনি। ‘লুসিফার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মালায়ালাম সিনেমার মেগাস্টার মোহনলাল। সিনেমার সিক্যুয়েলেও এবার প্রধান চরিত্রে থাকছেন অভিনেতা।

অভিনেতা মোহনলাল নিজের অনুভূতি জানিয়ে বলেন, লুসিফার দারুণ হিট হয়েছিলো। সে ধারাবাহিকতায় এবার এর সিক্যুয়েল হবে, আর এটি হবে আরও আকর্ষণীয়। সিনেমার শ্যুটিং হবে ভারতে এবং ভারতের বাইরে বেশ কয়েকটি স্থানে।

সম্প্রতি সামাজিকমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিনেমাটির কাজ শুরু নিশ্চিত করেছেন পৃথ্বীরাজ সুকুমারান, মোহনলাল এবং প্রযোজক মুরালি গোপি। ইতিমধ্যে পুরোদমে সিনেমাটি প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে। এছাড়া সিনেমাটি প্যান ইন্ডিয়া মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে বলেও জানা গেছে।

পরিচালক পৃথ্বীরাজ সুকুমারন এ প্রসঙ্গে বলেন, এমপুরান সিনেমাটি এমন একটি সিনেমা যা সব ধরনের দর্শক দেখতে এবং উপভোগ করতে পারবেন। তবে এতোটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে, সিনেমাটি সবারই ভালো লাগবে কারণ এটি ‘লুসিফার’ এর থেকেও বড় প্রজেক্ট।

এদিকে, ‘লুসিফার’সিনেমাটি দর্শকপ্রিয়তা পেয়েছে আগেই। যার ধারাবাহিকতায় সিনেমাটির তেলুগু সংস্করণ বর্তমানে নির্মানাধীন রয়েছে। সিনেমাটির তেলুগু সংস্করণের নাম ‘গডফাদার’। তবে দেখা যাক ‘লুসিফার’এর মতোই কি এতোটা গ্রহণযোগ্যতা পাবে এ সিনেমা?

/এসএইচ

Exit mobile version