কক্সবাজার উপকূলে ট্রলার ডুবি; উদ্ধার ১২, এখনও নিঁখোজ ৭ জেলে  

|

উদ্ধারকৃত জেলেরা।

কক্সবাজার প্রতিনিধি: 

কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের কাছে নাজিরারটেক চ্যানেলে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৯ জন মাঝিমাল্লা থেকে ১২ জনকে উদ্ধার করা গেলেও এখনো ৭ জেলে নিঁখোজ রয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নিখোঁজ ট্রলারের মালিক জাকির হোসেন।

তিনি জানান, সাগর থেকে ফেরার পথে নাজিরারটেক চ্যানেলে পৌঁছুলে ঝড়ের কবলে পড়ে তার মালিকানাধীন এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি ডুবে যায়। গত ১৬ আগস্ট ১৯ জন মাঝিমাল্লাসহ ট্রলারটি সাগরে মাছ শিকারে যায়। সতর্কতা সংকেত জারি হওয়ায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

কোস্ট গার্ডের মিডিয়া সেলের প্রধান লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, ট্রলার ডুবির খবর পেয়ে কক্সবাজার কোস্ট গার্ডের টহল টিম অন্যান্য জেলেদের সহায়তায় ৮ জেলে এবং আশেপাশের ট্রলারে থাকা অন্যান্য জেলেরা ৪ জনকে উদ্ধার করেন। নিখোঁজ অপর  মাঝিমাল্লাদের উদ্ধারে কোস্ট গার্ড ও জেলেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত জেলেরা প্রাথমিক চিকিৎসার পর নিজ বাড়িতে ফিরেছেন বলেও জানান তিনি।

/এসএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply