ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় জি টুয়েন্টি সম্মেলনে অংশ যোগ দেবেন চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। এমনটি জানিয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। খবর ব্লুমবার্গের।
শুক্রবার (১৯ আগস্ট) এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, এই বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে জি-২০ সম্মেলনে যোগ দেয়ার পরিকল্পনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ান ও ইন্দোনেশিয়ার নেতাদের মধ্যে ফোনালাপের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেয়া হয়।
এদিকে ইন্দোনেশিয়ার আমন্ত্রণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। পুতিনের সঙ্গে জেলেনস্কির বৈঠকের জন্য সব ব্যবস্থা করেছে ইন্দোনেশিয়া।
এটিএম/
Leave a reply