সোমালিয়ায় হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলা, নিহত অন্তত ১০

|

ছবি: সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব। এতে প্রাণ গেছে অন্তত ১০ জনের। খবর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভির।

কর্তৃপক্ষ জানায়, ইন্টারন্যাশনাল হায়াত নামের একটি হোটেলে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তারা বেশ কয়েকজনকে জিম্মি করে। বোমা বিস্ফোরণে উড়িয়ে দেয়া হয় দুটি গাড়ি।

এরপরই হোটেলটিকে ঘিরে অভিযান শুরু করে সামরিক বাহিনী। এ সময় দু’পক্ষে ব্যাপক গোলাগুলি হয়। গ্রেনেড বিস্ফোরণে হোটেলের একটি অংশে আগুন ধরে যায়। এরপরই হোটেলটির বিভিন্ন কক্ষে অবস্থান নেয় জঙ্গি সদস্যরা। পুরো এলাকা এখনও ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

আল-শাবাব একটি আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী। সোমালি সরকারের পতনের জন্য ১০ বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করছে জঙ্গি গোষ্ঠীটি। কঠোর ইসলামিক আইনের আলোকে নিজস্ব শাসন প্রতিষ্ঠা করতে চায় গোষ্ঠীটি। এর আগেও এমন ধরনের হামলা চালিয়েছে ও দায় স্বীকার করেছে আল-শাবাব।

আরও পড়ুন: রাশিয়ার অস্ত্র প্রদর্শনী, তুলে ধরা হয় সর্বাধুনিক সমরাস্ত্র

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply