জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু আর্জুন।
অক্ষয় কুমার, যশ, মহেশবাবুর পর এবার তামাক-পানমশলার বিজ্ঞাপনী প্রচার থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণী হার্টথ্রব অভিনেতা আল্লু আর্জুন। সম্প্রতি একটি পানমশলা কোম্পানির প্রস্তাবকৃত ১০ কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আল্লু।
এর আগে, তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে অভিনয়ের জন্য জনসাধারণের কাছে ক্ষমা চেয়েছিলেন অক্ষয় কুমার। এবার আগেভাগেই একই পথে হাঁটলেন পুষ্পাখ্যাত নায়ক আল্লু অর্জুন।
জানা গেছে, সাধারণত বিজ্ঞাপন শুটের জন্য আল্লু পারিশ্রমিক নেন ৭.৫ কোটি রুপি। কিন্তু, ওই পানমশলার বিজ্ঞাপনের জন্য তাকে ১০ কোটি রুপির প্রস্তাব দেয়া হলে সাফ জানিয়ে দেন- এ ধরনের পণ্যের প্রচার করতে রাজি নই। এমন যেকোনো ধরনের পণ্য যা সমাজে কুপ্রভাব ফেলবে তার প্রচারণায় কোনোভাবেই যুক্ত হতে চাই না।
পর্দায় বা ক্যামেরার সামনে যে চরিত্রেই অভিনয় করুন না কেনো, আদতে তো তিনি ‘ফ্যামিলি ম্যান’। আর সে ভাবমূর্তি ধরে রাখতেই পানমশলার বিজ্ঞাপনকে ‘না’ বলে দিয়েছেন আল্লু।
/এসএইচ
Leave a reply