Site icon Jamuna Television

ডিম বিক্রিতে অনিয়ম করায় জরিমানা, দিতে না পারায় আটক ২

সাভারের আশুলিয়ায় বেশি দামে ডিম বিক্রি, ডিম মজুদ করে বাজারে সংকট তৈরি ও মূল্য তালিকা না রাখাসহ নানা অভিযোগে দুটি আড়তকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর। এ সময় জরিমানার টাকা পরিশোধ না করতে পারায় ২ আড়তদারকে আটক করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদফতর। আটককৃতরা হলেন, আসিফ হোসাইন এন্টারপ্রাইজ ডিমের আড়তের মালিক শাহ আলম হোসেন ও এসজে এগ্রোর মালিক স্বপন ইসলাম।

ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, কিছু অসাধু ব্যবসায়ী ডিমের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ঢাকার পাশে আশুলিয়ায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে ডিম বিক্রি, ডিম মজুদ করে বাজারে সংকট তৈরি ও মূল্য তালিকা না রাখাসহ নানা অভিযোগে দুটি আড়তের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জেডআই/

Exit mobile version