Site icon Jamuna Television

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, রাজধানীতে খেলনা পিস্তলসহ গ্রেফতার প্রতারক

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় শাকিল হোসেন নামের এক ভুয়া পুলিশ অফিসারকে গ্রেফতার করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার রুবাইয়াত জামান বলেন, শ্যামলীর কাচালংকা রেস্টুরেন্টে পুলিশ পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে শাকিল। এ সময় শেরে বাংলা নগর থানাকে জানালে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত এক বছর ধরে সে এই ধরনের প্রতারণা করে আসছিলো। তার কাছ থেকে পুলিশের স্টিকারসহ একটি বাইক, খেলনা পিস্তল, পুলিশের জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। বিভিন্ন সময় চাঁদাবাজি করার সময় ভুয়া ওয়ারেন্টও ব্যবহার করতো শাকিল। এইচএসসি পাস শাকিল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: পার্শ্ববর্তী দেশ, বিদেশি শক্তি কারও উপর আ.লীগ নির্ভরশীল নয়: কৃষিমন্ত্রী

জেডআই/

Exit mobile version