Site icon Jamuna Television

প্রেসিডেন্টের সাথে ছবি তুলতে এসে দৌড়ানি খেলেন ব্রাজিলের তরুণ ইউটিউবার

ছবি: সংগৃহীত

কড়া নিরাপত্তা থাকার পরও এক ইউটিউবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোওসোনারো’র সাথে দেখা করতে এসে পড়েন বিপত্তির মুখে। মূলত ওই তরুণ ইউটিউবার প্রেসিডেন্টের ভক্ত ছিলেন। ফলে তার সাথে হঠাৎ করে ক্যামেরা বন্দি হওয়ার জন্য এগিয়ে যান। কিন্তু তরুণের কর্মকাণ্ডে বিরক্ত হন প্রেসিডেন্ট জাউর বোওসোনোরো।

গাড়ি থেকে নেমে ওই ইউটিউবারের ফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন প্রেসিডেন্ট। কিন্তু শেষ পর্যন্ত নিজের ফোন নিয়ে নিরাপত্তা বলয় থেকে দৌড়ে পালিয়ে যায় ওই ইউটিউবার।

গ্লোব টিভির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টর বাসভবন থেকে কিছুটা দূরে অবকাশ যাপনের জন্য বের হয়েছিলেন জাইর বোওসোনারো। তখনই এ সুযোগ কাজে লাগান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার ইউল্কার। দৌড়ে গিয়ে নিরাপত্তাকর্মীদের পাশে দাঁড়াতে বলেন ওই ইউটিউবার। নিরাপত্তা কর্মীরাও তাকে প্রেসিডেন্টের সাথে ছবি তোলার সুযোগ করে দেন।

পরবর্তী প্রেসিডেন্ট তার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে কলার ধরে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কৌশলে তার হাত থেকে ছাড়া পেয়ে পালিয়ে যায় ওই যুবক। পরে দেখা যায় তাকে ধরতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রেসিডেন্টও দৌড়াচ্ছেন।

/এনএএস

Exit mobile version