Site icon Jamuna Television

‘দেশের ১০ থেকে ১২টি কোম্পানি সিন্ডিকেট করে ডিম ও মুরগীর দাম বাড়িয়েছে’

দেশের ১০ থেকে ১২টি কোম্পানি ডিম ও মুরগীর বাজার নিয়ন্ত্রণ করে। তারাই সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন পোল্ট্রি এসোসিয়েশনের নেতারা।

আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রান্তিক খামারিদের ধ্বংস করে এই খাতে একক আধিপত্য গড়ে তুলতেই মূ্ল্য বাড়িয়েছে এসব কোম্পানি। গেলো ১৫ দিনে কোম্পানিগুলো ক্রেতাদের কাছ থেকে ৫২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ করে পোল্ট্রি এসোসিয়েশন।

তাদের দাবি, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে লাভবান হয় অথচ খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় কোম্পানিগুলো ডিম মজুদ করে বলেও জানান তারা। সরকারের অসাধু কর্মকর্তারা ব্যবসায়ীদের সাথে যোগসাজশে এসব করছে বলে অভিযোগ করে পোল্ট্রি এসোসিয়েশন।

পোল্ট্রি অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতিদিন ডিমের চাহিদা সাড়ে চার কোটি পিস। এর আশি ভাগ জোগান দিচ্ছে ১০ থেকে ১২টি বড় খামার। এই সিন্ডিকেট ভাঙতে না পারলে, নায্যমূল্যে ডিম পাবেন না ক্রেতারা।

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, রাজধানীতে খেলনা পিস্তলসহ গ্রেফতার প্রতারক

জেডআই/

Exit mobile version