বরগুনার ঘটনার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে দুষলেন সাবেক নেতা

|

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

গত ১৫ আগস্ট বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের সাথে পুলিশের অসৌজন্যমূলক আচরণ ও ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিপেটা করার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগকে দায়ী করেছেন বরগুনা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ আবদুর রশীদ।

শনিবার (২০ আগস্ট) দুপুরে বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের আয়োজনে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শোক দিবসের ঘটনার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে দায়ী করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গঠনতন্ত্র উপেক্ষা করে কেন্দ্রীয় ছাত্রলীগ বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। এ কারণে বরগুনা জেলা ছাত্রলীগের গৌরব, উজ্জ্বল ইতিহাসের পাশাপাশি আদর্শ ভূলুণ্ঠিত হয়েছে। তাই অতিসত্বর অগঠনতান্ত্রিক এ কমিটি বিলুপ্ত ঘোষণা করে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার দাবি জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply