বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে রাজি না হওয়ায় আজ হাসপাতালে নেয়া যায়নি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার বিকল্প প্রস্তাব দেয়া হবে তাকে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখা যাক তিনি কী বলেন।
সরকার মনে করে সিএমএইচ এ তাঁর চিকিৎসা নেয়া উচিত। এটা ফেরানোর যুক্তি দেখছি না। তাকে সর্বোচ্চ সেবা দেয়ার ব্যাপারে সরকার সচেষ্ট।’
চিকিৎসকদের সাথে পরামর্শ করেই খালেদা জিয়ার চিকিৎসার সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। বলেন, যেখানেই স্বাস্থ্য পরীক্ষা করা হোক না কেনো সেখানে তার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ নেয়া হবে।
খালেদা জিয়ার ঈদ কারাগারে কাটছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- সেটা কোর্ট জানেন।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply