ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন দুই সন্তানের বাবা। ৩১ বছর বয়সী ওই মিশরীয় ব্যক্তি শুক্রবার (১৯ আগস্ট) এ ঘটনা ঘটান।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, আত্মহননকারী ওই ব্যক্তির নাম আমর জায়েদ। ফেসবুক লাইভে এসে তিনি দু’টি অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট গিলে খান। জায়েদের চাচাত ভাইয়েরা তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, উত্তরাধিকার সম্পত্তি নিয়ে মামাদের সাথে বিবাদ ও বিচার না পেয়ে জায়েদ তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। তার মামারা তাকে প্রায়ই লাঞ্ছিত করতেন এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতেন। এ নিয়ে ক্রমাগত তর্ক-বিতর্কের কারণের স্বামী জায়েদ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলেও জানিয়েছেন তার স্ত্রী। তার স্ত্রী আরও জানান, মুহাম্মদ এবং বাসমালা নামে তাদের দুই সন্তানও রয়েছে।
জায়েদের মৃত্যুর পর একটি সুইসাইড নোটও মেলে। যেখানে লেখা ছিল, ‘কেউ আমার জীবন শেষ করেনি। আমি আমার নিজের জীবন শেষ করে দিয়েছি আল্লাহর কাছে যাবার জন্য যিনি মানুষের চেয়েও বেশি দয়ালু।’
জায়েদ তার প্রতিপক্ষদের উদ্দেশে আরও লিখেছেন, ‘আমার জানাজায় অংশ নেবেন না বা আমার বাড়িতে প্রবেশ করবেন না। আমি কেয়ামত পর্যন্ত আপনার প্রতিপক্ষ। আমার মৃত্যুর জন্য আমার প্রতিপক্ষ ছাড়া আর কেউ দায়ী নয়। আল্লাহ তাদের শাস্তি দেবেন।
/এনএএস
Leave a reply