আখাউড়ায় মোটরসাইকেলের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও কাগজপত্র না থাকায় ১৭ চালককে জরিমানা

|

আখাউড়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৭ মোটরসাইকেল চালককে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোটরসাইকেলের প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকা এবং চালকদের রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস রেল ব্রিজ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।

আদালত সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে মোটরসাইকেল যোগে কিছু তরুণ আখাউড়াতে আসেন। ওইসব মোটরসাইকেলে নেই লুকিং গ্লাসসহ প্রয়োজনীয় কাগজপত্র। এ কারণে পৌরশহরের তিতাস রেল ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

আদালতের নির্বাহী হাকিম ও আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, ভ্রাম্যমাণ আদালতে ১৭ মোটরসাইকেল চালককের কাছ থেকে ৩২ হাজার জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply