গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেক্সান্ডার দুগিনের কন্যা। শনিবার (২০ আগস্ট) রাতে মস্কোর কাছেই চালানো হয় এ হামলা। খবর দ্য গার্ডিয়ানের।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, পৃথক গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন দুগিন এবং তার মেয়ে দায়রা দুগিনা। মাঝপথে বিকট শব্দে বিস্ফোরিত হয় একটি গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের ভিডিও। তাতে দেখা যায় ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েছেন দার্শনিক আলেক্সান্ডার দুগিন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিই ছিলেন ঐ হামলার টার্গেট। পশ্চিমা গণমাধ্যমের তথ্য অনুসারে, দুগিন ইউক্রেন যুদ্ধের মাস্টারমাইন্ড। তিনি রুশ প্রেসিডেন্টের অন্যতম পরামর্শদাতা। যাকে ‘পুতিনের রাশপুতিন’ হিসেবে ডাকা হয়। তার কন্যা দায়রাও দেশটির জনপ্রিয় সাংবাদিক। তিনি বিভিন্ন সময় ইউক্রেনে চালানো সামরিক অভিযানের প্রতি জানিয়েছেন সমর্থন। চলতি বছরই দুগিনার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে মার্কিন ও ব্রিটিশ কর্তৃপক্ষ।
এটিএম/
Leave a reply