সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ২ জন গ্রেফতার

|

ছবি: প্রতীকী

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সহযোগিতার নামে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও প্রতারক চক্রের মূলহোতা ইসমাঈল মাতুব্বরসহ ২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। মাদারীপুরের শিবচর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২১ আগস্ট) সকালে মালিবাগে সিআইডির সদর দফতরে এক ব্রিফিংয়ে তথ্য দেন বাহিনীর বিশেষ পুুলিশ সুপার রেজাউল মাসুদ। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোনসহ বেশ কয়েকটি সিমকার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, কল্যাণ বোর্ডে আবেদনকারীদের কাছ থেকে দেড় কোটি কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন তারা। সরকারি চাকরিতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের সাথে দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছিল চক্রটি। ভুক্তভোগীদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডের নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ করতেন তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply