কাগজে নয়, নির্মাণ কাজের নিরাপত্তা বাস্তবে নিশ্চিত করতে হবে: মেয়র আতিক

|

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

কাগজে কলমে নয়, বাস্তবে নির্মাণ কাজের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২১ আগস্ট) দুপুরে নগর ভবনে উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভায় এ নির্দেশনা দেন তিনি। মেয়র আতিক বলেন, জনগণকে নিরাপত্তা দিতে হবে। উত্তরায় যে দুর্ঘটনা ঘটেছে, তাতে সরকার বিব্রত। আর একটি জীবনও যেন না যায়, সেজন্য সকলের সহযোগিতা চান মেয়র। কাজের জায়গায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হলে কাজ না করার নির্দেশ দেন তিনি নির্মাণ সংশ্লিষ্টদের। এ সময়, ইকুপমেন্টস অপারেটরদের ডোপ টেস্ট করার পরামর্শও দেন মেয়র আতিক।

ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, সবাই কথা বলছে, কাজে মনোযোগ দিচ্ছি না কেউ। যেই কন্ট্রাক্টর কাজের দায়িত্ব নেবেন, নিরাপত্তার দায়িত্বও তাকেই নিতে হবে। কী শিখলাম আমরা এই ৫টা জান চলে যাবার পর? কমপ্লায়েনস মেনেই কাজ করতে হবে। সরকারকে বিব্রত করা যাবে না।

আরও পড়ুন: ৩ মাসের মধ্যে রমনা থানার ওসির সম্পদের অনুসন্ধান করতে হাইকোর্টের নির্দেশ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply