প্রয়োজনে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

|

জ্বালানি সংকট উদ্যোক্তাদের মাঝে উদ্বেগ বাড়াচ্ছে। সহজীকরণ হয়নি ব্যবসা। রফতানি আদেশও কমেছে। রোববার (২১ আগস্ট) সকালে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত সভায় এমন তথ্য তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

ব্যবসায়ীরা দাবি জানান, রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কারের। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রয়োজন হলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেয়া হবে পদক্ষেপ।

ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন, কর ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ী মহলে অসন্তুষ্টি আছে। অন্যদিকে, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রফতানি আদেশ কমেছে। জ্বালানি তেল, গ্যাসের দাম বাড়ছে। এমন অবস্থায় উৎপাদন ব্যয় বেড়েছে।

এ সভায় মেট্রো চেম্বার সভাপতি নিহাদ কবীর বলেন, গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দিতে হবে। অংশীজনদের সাথে আলোচনা ছাড়া জ্বালানির দাম বাড়ানো ঠিক নয়। আর অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যবস্থাপনায় বিচক্ষণতার পরিচয় দেয়া উচিৎ। পরিকল্পনার অভাবে ডলারের বাজার অস্থির। মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply