Site icon Jamuna Television

ভারতে বন্যায় ধসে পড়লো ৯০ বছরের পুরানো ব্রিজ (ভিডিও)

ছবি: সংগৃহীত

প্রবল বন্যায় ধসে পড়লো হিমাচল প্রদেশের ৯০ বছরের পুরানো রেলওয়ে ব্রিজ। সেটির ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

কাঙ্গরা জেলার চাক্কি নদীর ওপর অবস্থিত সেতুটি। দু’হাজার ৬২৪ ফুটের বেশি লম্বা ব্রিজটি নির্মিত হয় ১৯২৮ সালে। কিন্তু, গেলো কয়েকদিনের প্রবল বন্যায় দুর্বল হয়ে পড়ে ব্রিটিশ শাসনামলের ব্রিজটি। এক পর্যায়ে, খরস্রোতা নদী ভাসিয়ে নেয় সেতুর কয়েকটি স্তম্ভ। এ সময়, দু’জনের মৃত্যু হয়।

হিমাচল প্রদেশের সাথে পাঞ্জাবের যোগাযোগের অন্যতম মাধ্যম এই রেলপথটি। প্রতিদিন পাঠানকোট থেকে জোগিন্দরনগর পর্যন্ত ৭টি ট্রেন চলাচল করে এই রুটে। রেলপথটি ছাড়া পাং ড্যাম বন্যপ্রাণী অভয়ারণ্যের শত শত গ্রামে কোনো সড়ক যোগাযোগ নেই। বাস চলাচলের কোনো সুবিধাও নেই। এই গ্রামের মানুষ কাংড়া জেলা সদরে যাওয়ার জন্য ট্রেনের ওপরই নির্ভর করতো। কিন্তু, দুর্ঘটনার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো রেল যোগাযোগ।

আরও পড়ুন: ইমরান খানের বক্তব্য সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করলো পাকিস্তান

নদীতে অবৈধভাবে খননের কারণে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার অনেক অভিযোগ এসেছে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। গত মাসে ব্রিজের পিলারে ফাটল ধরায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া।

জেডআই/

Exit mobile version