পরিত্যক্ত ম্যাচে রাজার ৪ উইকেট, বাংলাদেশ ‘এ’ ও উইন্ডিজ ‘এ’ দলের সিরিজ ড্র

|

উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র হয়েছে ১-১ এ। শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজেও ছিল বৃষ্টির বাধা। এবার ওয়ানডে সিরিজও শেষ হলো একইভাবে।

সেন্ট লুসিয়ায় টস জিতে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। স্বাগতিকরা ৫০ ওভারে করে ২৩৮ রান। পেসার রেজাউর রহমান রাজা নেন ৪ উইকেট। অপর পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী শিকার করেন ২ উইকেট।

জবাব দিতে নেমে বাংলাদেশ ‘এ’ দল ১৫.৪ ওভারে ৩ উইকেটে ৬১ রান তুলতেই বৃষ্টি নামে সেন্ট লুসিয়ায়। তারপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে আক্ষেপ করতেই পারেন সৌম্য সরকার। বড় ইনিংস খেলার পথে ছিলেন তিনি। অনেক দিন পর নিজেকে ফিরে পাওয়ার ম্যাচে ৪টি চারে ৪২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন সৌম্য সরকার।

আরও পড়ুন: শাহীনের ইনজুরিতে ভারতকে খোঁচা মারলেন ওয়াকার

তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজ জিতলেও দ্বিতীয় ম্যাচ জিতে সমতা আনে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ মিথুনের দল জেতে ৪৪ রানে। ১১৬ বলে ১০৩ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন নাঈম শেখ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply