না খেললেও যে কারণে দলের সঙ্গে থাকবেন শাহীন আফ্রিদি

|

শাহিন আফ্রিদি। ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপে খেলতে না পারলেও দলের সঙ্গে থাকবেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। নিজের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই দুবাইতে থাকবেন ২২ বছর বয়সী এই পেসার।

শাহীন আফ্রিদিকে দ্রুত সুস্থ করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। দুবাইতে পাকিস্তানের চেয়ে ভালো চিকিৎসা ও সুযোগ-সুবিধা পাওয়া যায়। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন এই পেসার।

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় ডান পায়ের লিগামেন্ট ইনজুরিতে পড়েন বাঁহাতি স্ট্রাইক বোলার শাহীন। এই ঘটনায় পাকিস্তানের এশিয়া কাপ মিশনে তাই লেগেছে বড় এক ধাক্কা।

আরও পড়ুন: পরিত্যক্ত ম্যাচে রাজার ৪ উইকেট, বাংলাদেশ ‘এ’ ও উইন্ডিজ ‘এ’ দলের সিরিজ ড্র

শাহীন আফ্রিদির সর্বশেষ মেডিকেল রিপোর্টে এসেছে, সেরে উঠতে আরও ৪-৬ সপ্তাহ লেগে যাবে তার। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজও তাই মিস করতে পারেন শাহীন আফ্রিদি। তবে অক্টোবরে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply