স্বাধীনতা দিবসে আরও ভয়াবহ হামলা করতে পারে রাশিয়া, সতর্ক করলেন জেলেনস্কি

|

ছবি: সংগৃহীত।

আগামী ২৪ আগস্ট ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবস। এ দিনটিতেই রাশিয়া আরও জোরালো হামলা চালাতে পারে বলে দেশবাসীকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২০ আগস্ট) এ সতর্কবার্তা দেন তিনি। খবর এনডিটিভির।

শনিবার একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমাদের সকলকে এই সপ্তাহে সজাগ থাকতে হবে। রাশিয়া আরও খারাপ কিছু ঘটানোর চেষ্টা করতে পারে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ভয়ঙ্কর হামলা চালাতে পারে রুশ বাহিনী।

কিয়েভ পোস্টের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তে ক্ষেপণাস্ত্র ও আরও ভারী অস্ত্রশস্ত্র মজুদ করছে রাশিয়া। ২৪ আগস্ট স্বাধীনতা দিবসে জোরালো হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

এদিকে, শনিবারও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে দক্ষিণ ইউক্রেনের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালানো হয়েছে। এই হামলায় ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply