জাতির পিতার নাম মুছে দিতেই সপরিবারে হত্যা: দীপু মনি

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে প্রতিক্রিয়াশীল চক্র তার নাম মুছে দিতে চেয়েছিল। কিন্তু আজ ঠিকই সারাবিশ্ব এই মহান নেতাকে চিনেছে, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে শোক দিবসের আলোচনায় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ছয় দফা আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছিলেন বঙ্গবন্ধু। তাই সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে আওয়ামী লীগ। এর মধ্য দিয়েই নিরস্ত্র বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে ঐক্যবদ্ধ করেন শেখ মুজিব। স্বাধীন দেশ প্রতিষ্ঠার পরও ষড়যন্ত্র থেমে থাকেনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply