৩ বিভাগে পেট্রোল পাম্প মালিকদের প্রতীকী ধর্মঘট সোমবার

|

ছবি: সংগৃহীত

খুলনা ব্যুরো:

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে সঙ্গে আনুপাতিক হারে তেল বিক্রির কমিশন বৃদ্ধির দাবিতে প্রতীকী ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (২২ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রতীকী ধর্মঘট খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে চালু থাকবে। এই সময়ে তিন বিভাগের কোনো জেলার ডিপো থেকে তেল কিনবে না কোনো পাম্প মালিকরা। তবে পেট্রোল পাম্পগুলি থেকে তেলে বিক্রি বন্ধ থাকবে না। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জ্বালানী পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কার্যালয়ের অফিস সেক্রেটারি সরোজ দাস পিন্টু।

তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্র থেকে এ প্রতীকী ধর্মঘট ডাকা হয়েছে। তেল পরিবেশনের সাথে সম্পৃক্ত অন্যান্য অ্যাসোসিয়েশন এর সাথে একাত্মতা প্রকাশ করেছে বলে দাবি করেছেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply