ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ভারতের একাংশ, বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫০

|

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে ভারতের একাংশ। সোমবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

সর্বোচ্চ মৃত্যু দেখেছে হিমাচল প্রদেশ। দেশের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকাটিতে প্রবল বন্যা ও ভূমিধসে মারা গেছেন কমপক্ষে ৩৬ জন। এখনও পাঁচজন নিখোঁজ। প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডেও বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং স্থাপনা। সংযোগ সেতুর সড়ক ভেঙে পড়ায় বিচ্ছিন্ন রাজ্যটির যোগাযোগ ব্যবস্থা। দুটি রাজ্যেই আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক।

তাছাড়া ওড়িষা-ঝাড়খণ্ডেও হচ্ছে ভয়াবহ ভূমিধস। বিধ্বস্ত বেশকিছু সড়ক যোগাযোগ ব্যবস্থা। যার কারণে পৌঁছানো যাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সহায়তা, চালানো যাচ্ছে না উদ্ধার তৎপরতা। কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরও ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত। উপত্যকায় এখন পর্যন্ত দুই শিশুর প্রাণহানির খবর মিলেছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply