ইরাকের কারবালায় পাহাড়ধস, কমপক্ষে ৪ জনের মৃত্যু

|

ইরাকের কারবালা এলাকায় পাহাড়ধসে প্রাণ হারালেন কমপক্ষে ৪ জন। রোববারের (২১ আগস্ট) এই দুর্যোগে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে একটি মাজার।

কারবালা প্রান্তরের পশ্চিমাঞ্চলে অবস্থিত কাতারাত আল-ইমাম-আলি মাজার। পাহাড় কেটে বানানো স্থাপনাটি ঘিরে হঠাৎই শুরু হয় ধস। তাতে অনেকেই আটকা পড়েন ধ্বংসস্তুপের নিচে।

ফায়ার ব্রিগেড এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও কেউ ভেতরে আটকা পড়েছেন কিনা, সেটি নিশ্চিত হতে এখনও চলছে অনুসন্ধান কার্যক্রম। অক্সিজেন এবং তরল খাবার সরবরাহের ব্যবস্থা প্রস্তুত রেখেছে, কারবালা প্রশাসন।

তবে প্রচণ্ড গরম এবং আর্দ্রতার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। শিয়া অধ্যুষিত অঞ্চলটিতে প্রায়ই পাহাড়ধসের মতো দুর্যোগে প্রাণহানির খবর পাওয়া যায়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply