টেস্ট ও ওয়ানডে থেকে টি-টোয়েন্টিকে পৃথক করে ফেলা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, রাসেল ডোমিঙ্গো টি-টোয়েন্টিতে থাকবেন না। তিনি থাকবেন টেস্ট ও ওয়ানডেতে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমরা টি-টোয়েন্টিকে আলাদা করেছি। আর এখন হেড কোচ বলে কিছু নেই। আমাদের ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, ফাস্ট বোলিং কোচ, স্পিন কোচ আছে। এখন টি-টোয়েন্টির জন্য একজন টেকনিক্যাল কনসালট্যান্ট এসেছেন। তিনি গেম প্ল্যান দেবেন। তাই সবার কাজ আলাদা। তাছাড়া দলকে পরিচালনা করার জন্য টিম ডিরেক্টর আছেন বলেও জানান পাপন।
গণমাধ্যমকর্মীদের কাছে রাসেল ডোমিঙ্গো বলেন, টেস্ট এবং ৫০ ওভারের ক্রিকেটে এখনও অনেক কিছুই করার আছে। আমাদের দারুণ খেলোয়াড় আছে। সামনে বিশ্বকাপ ক্রিকেট। সেই আসরকে সামনে রেখেও প্রস্তুতির অনেক কিছু রয়েছে। তাছাড়া টেস্ট ক্রিকেটের দিকেও মনোযোগ দিতে হবে।
আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে খেলা আমাদের জন্য কঠিন: সাকিব
/এম ই
Leave a reply