‘শেখ হাসিনা আম্মা’ নার্সারি, খাস জমি দখলের পায়তারা!

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন “শেখ হাসিনা আম্মা” নার্সারি নামে একটি সাইনর্বোড লাগানো হয়েছে। তাতে বলা হয়েছে বীজ লাগাও দেশ বাঁচাও। একটি  মুঠোফোন নাম্বারও রয়েছে।

পরে ঐ নাম্বারে ফোন দেয়া হলে, তার নাম শাহ আলম বলে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই কি এই নার্সারি কিনা এই প্রশ্ন করা হলে তিনি জানান, জি এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নার্সারি করা হয়েছে।

সরকারি জায়গায় এরকম নার্সারি, অনুমতি নিয়েছেন কিনা এরকম প্রশ্ন করলে জানান, বড় বড় নেতার কাছে যাইচি, উপজেলা নিবার্হী অফিসারের কাছেও চেয়েছি।

ধারণা করা হচ্ছে, সড়ক ও জনপদের এই মূল্যবান জায়গা দখলের জন্য এই সাইনর্বোড ঝুলানো হয়েছে।

তবে এই ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমি বাইন হীরা জানান, আমি খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply