নারীর ছবি অশ্লীলভাবে এডিট করে ছড়িয়ে দেয়ার দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

|

রাজশাহী ব্যুরো:

নওগাঁর বদলগাছীতে এক নারীর ছবি এডিট করে অশ্লীলভাবে উপস্থাপন ও ছড়িয়ে দেয়ার অপরাধে মোহন আলী নামের এক যুবককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুন্যাল আদালত। একইসাথে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মোহন আলী নওগাঁর বদলগাছীর হলুদ বিহার গ্রামের বাসিন্দা।

সোমবার (২২ আগস্ট) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে মোহন আলী এক নারীর ছবি এডিট করে অশ্লীলভাবে এলাকার বিভিন্ন জনের কাছে উপস্থাপন করে। একপর্যায়ে ঐ ছবি তার বাবাকেও দেখানো হয়। এতে আত্মহত্যার চেষ্টা করে ওই নারী।

পরে ভুক্তভোগী নারীর বাবা বদলগাছী থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। শুনানি, স্বাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে সোমবার আদালত মোহন আলীকে ৭ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকার অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত মোহন আদালতে উপস্থিত ছিলেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply