পাবনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

|

পাবনা প্রতিনিধি:

পাবনায় পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীর আলম নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫ জন।

সোমবার (২২ আগস্ট) পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভবানীপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের সাথে একই এলাকার আশরাফ আলী গংদের স্থানীয় একটি নারী ও শিশু নির্যাতন মামলা নিয়ে বিরোধ চলছিল। এর মধ্যে গত তিন মাস আগে জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে জুয়া খেলছিল আশরাফ আলীর লোকজন। জাহাঙ্গীর আলম পুলিশকে ফোন করে কয়েকজনকে ধরিয়ে দেন। এতে বিরোধ আরও প্রকট আকার ধারণ করে।

এ সব বিরোধ নিয়ে সোমবার দুপুরে উভয় গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৪টা ২৭ মিনিট) এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply