ফের উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান সফর মার্কিন গভর্নরের

|

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের রিপাবলিকান গভর্নর এরিক হলকম্ব সোমবার (২২ আগস্ট) তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাথে দেখা করেছেন। রোববারই তিনি অর্থনৈতিক উন্নয়ন সফরের অংশ হিসেবে তাইওয়ানে পৌঁছান। এর কয়েক দিন আগেই তাইপেইয়ের সাথে অর্থনৈতিক সংলাপ ঘোষণা করে ওয়াশিংটন পোস্ট। খবর এনডিটিভির।

সোমবার হলকম্বের সাথে বৈঠকে বেইজিংয়ের মহড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন। তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্র এবং গণতন্ত্রপন্থী দেশগুলোর সমর্থন অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। অন্যদিকে, একই লক্ষ্য ও মূল্যবোধ থাকায় তাইওয়ানকে যথাসাধ্য সাহায্য করার আশ্বাস দিয়েছেন এরিক হলকম্ব।

এর আগে চীনের ঘোর আপত্তিকে পাত্তা না দিয়ে চলতি মাসেই তাইওয়ান সফর করেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। এর প্রতিবাদে তাইওয়ান প্রণালীতে ব্যাপক পরিসরে সামরিক মহড়া চালাতে থাকে চীন। যেকোনো সময় তাওয়ানে চীন হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন উত্তেজনার মধ্যেই মার্কিন গভর্নরের তাইপেই সফরকে আগুনে ঘি ঢালার সাথে তুলনা করছেন বিশ্লেষকরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply