সেপ্টেম্বর থেকে ঘুরে দাঁড়াতে পারে দেশের অর্থনীতি: পরিকল্পনামন্ত্রী

|

ফাইল ছবি ফাইল ছবি।

দেশের অর্থনীতি সেপ্টেম্বর থেকেই ঘুরে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, এরইমধ্যে রেমিট্যান্স প্রবাহ ও রফতানি বেড়েছে।

সোমবার (২২ আগস্ট) সকালে বিশ্বব্যাংকের বিদায়ী আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বনের সাথে বৈঠকের পর তিনি এ কথা বলেন। বাংলাদেশে অর্থায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন তারা।

মার্সি টেম্বন জানান, গত ৩ বছরে বাংলাদেশের জন্য প্রায় ৮০ লাখ ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। নতুন ৫৫টি প্রকল্পে ১৫ শ’ কোটি ডলার অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থাটি। অন্যদিকে পরিকল্পনামন্ত্রী জানান, সম্পর্কে টানাপোড়েন থাকলেও বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বিশ্বব্যাংক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply