খারকিভে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২৫

|

ইউক্রেনের খারকিভে একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে অঞ্চলটির স্লোবোডস্কি জেলার একটি হোস্টেল ডরমেটরি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয়। ধ্বংসস্তুপ সরানোর পর নতুন করে আরও ৬টি মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। ওই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

গেল ২ সপ্তাহের বেশি সময় ধরে খারকিভে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন ঘাঁটি ছাড়াও বেসামরিক অবস্থান লক্ষ্য করে চলে হামলা।

এর আগে অঞ্চলটির গ্যাস ও তেল সরবরাহের পাইপলাইন লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply