খাগড়াছড়িতে কাঠবোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

|

খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মা নামক স্কানে কাঠভর্তি ট্রাক উল্টে মো. ইলিয়াস (৪৫) ও মো. রাজু (৩৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুই শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তারা দুজনই মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। বাকিদের মানিকছড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনায় আহত ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেলেও বাকি দুজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন, মো. আবু সাদেক, আমিনুল ইসলাম, মো. ইউসুফ আলী, মো. সাদ্দাম হোসেন। তারাও সবাই মানিকছড়ির গচ্ছাবিল এলাকার বাসিন্দা এবং শ্রমিক।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে কাঠ চাপা পড়ে রাজু ও ইলিয়াস ঘটনাস্থলে মারা যান। ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ না থাকায় মামলা নেয়া হয়নি বলে জানিয়েছেন ওসি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply