মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে মামলার চূড়ান্ত রায় আজ

|

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার চূড়ান্ত রায় ঘোষণা আজ।

রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল, ওয়ানএমডিবি কেলেঙ্কারি মামলায় ১২ বছরের কারাদণ্ড দেয়া হয় নাজিব রাজাককে। প্রায় ১ কোটি ডলার নয়-ছয়ের দায়ে ২০২০ সালে তাকে এই শাস্তি দেন আদালত। এর বিরুদ্ধে আদালতে আপিল করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘ শুনানির পর আপিল কোর্টও নাজিবের বিরুদ্ধে সাজা বহাল রাখেন।

গেল সোমবার দেশটির ফেডারেল আদালতে শুনানি কার্যক্রম শুরু হয়। এসময় আদালত নাজিব রাজাকের দাবির পক্ষে নতুন করে তথ্য উপাত্ত হাজিরের নির্দেশ দেন আদালত। সেই ইস্যুতেই আজ রায় শোনাবেন দেশটির আদালত।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply