জলাবদ্ধতা: চট্টগ্রামে উন্নতি, সিলেটে অবনতি

|

বৃষ্টিপাত থামায় চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আগের মতোই আছে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সার্বিক চিত্র।

চট্টগ্রামের সিডিএ আবাসিক, হালিশহর ও অন্যান্য নিচু এলাকা থেকে পানি নেমে গেছে। আর বৃষ্টি না হলে অবস্থার আরও উন্নতি হবে।

এদিকে, রাঙ্গামাটিতে রাতে ভারি বৃষ্টিপাত না হলেও বাঘাইছড়ি, বিলাইছড়ি, নানিয়ারচরের নিম্নাঞ্চলে মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্ধ আছে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল। সীমিত আকারে গাড়ি চলাচল করছে রাঙ্গামাটি-চট্টগ্রামে সড়কে।

খাগড়াছড়িতে সড়ক ও উঁচু এলাকা থেকে পানি নেমেছে। অবশ্য ২০টি আশ্রয়কেন্দ্রে এখনও সাত হাজারের বেশি মানুষ অবস্থান করছেন।

এদিকে, ভারি বৃষ্টিপাতে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে বইছে। টানা বর্ষণে ফেনীতেও বিপৎসীমার ওপরে মুহুরী নদীর পানি। আটটি স্থান ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি। প্লাবিত হয়েছে ১২টি গ্রাম। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর বাঁধের আটটি স্থানে ভেঙে পানি ঢুকছে জনপদে। ক্ষেত-খামার-গ্রামীণ সড়ক জলমগ্ন হয়ে আছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply