সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত লেনদেন চলবে ব্যাংকে

|

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে আগামীকাল (২৪ আগস্ট) থেকে সব ব্যাংকের লেনদেন চলবে সকাল ৯টা থেকে দুপর ৩টা পর্যন্ত।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী ব্যাংক পরিচালনার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, লেনদেন পরবর্তী অন্যান্য কার্যক্রম বিকাল ৫টার মধ্যে শেষ করে সকল কর্মকর্তা-কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে। সমুদ্র ও স্থলবন্দর এলাকার শাখা-উপশাখা ও বুথে আগের মতো সেবা অব্যাহত থাকবে। পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম চলবে সাড়ে ৯ টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।

ব্যবসায়ী নেতারা মনে করেন, বৈশ্বিক প্রেক্ষাপটে এ ধরনের সিদ্ধান্ত সময় উপযোগী হয়েছে। আমদানি-রফতানি বাণিজ্যে এর কোনো প্রভাব পড়বে না। বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নতুন সময় সূচিতে আন্তঃদেশীয় বাণিজ্যে তেমন কোনো অসুবিধা হবে না।

আরও পড়ুন: কাল থেকে শেয়ারবাজারের লেনদেন শুরু সাড়ে ৯টায়

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply