ভোট চুরির প্রকল্প নিয়েছে সরকার, ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে সে প্রকল্পেরই বাস্তবায়ন করছে ইসি- এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় যমুনা নিউজকে এ কথা বলেন তিনি। বলেন, ব্যালট পেপারের বাইরে ইভিএমে ভোট নেয়ার কোনো সুযোগ নেই, জনগণ মেনে নেবে না।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার ভোট চুরির প্রকল্প নিয়েছে। আর ইভিএমে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়ে সে প্রকল্পই বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন। একদিন এসবের জন্য নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে, সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে। ফলে, নির্বাচনকালীন সরকার চূড়ান্ত হওয়ার আগে ইভিএমের আলোচনা অবান্তর। জনগণ এসব মেনে নেবে না। এসবের জন্য ইসিকে একদিন জবাব দিতে হবে।
/এসএইচ
Leave a reply