খালেদা জিয়ার চিকিৎসায় যেন গাফিলতি না হয় সেজন্য দেশের সবচেয়ে ভালো হাসপাতাল সিএমএইচ-এ নেয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার গাবতলীতে ঈদযাত্রা দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিএনপির এই প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত নয়।
এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিএসএমএমইউ’তে যেতে রাজি না হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়নি। পারিবারিকভাবে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে এই মর্মে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার অনুমতি চেয়েছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। এ প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার বিকল্প প্রস্তাবের কথা জানান।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সেদিন থেকেই তিনি নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। সম্প্রতি, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি সম্ভবত ‘মাইল্ড স্ট্রোক’ করেছেন।
Leave a reply