ফরিদপুর প্রতিনিধি:
দিনে তারা রিক্সা চালক, রাতে হয়ে ওঠেন ভয়ঙ্কর চোর। সুযোগ বুঝে বাসাবাড়ি কিংবা দোকানের গ্রিল বা সাটার কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে নিমিষেই হাওয়া হয়ে যেতে পারেন। গতরাতে হাতেনাতে এমনই এক চোর ধরা পড়ার পরে এসব তথ্য বের হয়ে আসে।
সোমবার (২২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শহরের বেলতলা এলাকার সাংবাদিক হিমেলের বাড়ির নিচতলায় ভাড়া দেয়া দোকানে চুরির এই ঘটনা ঘটে।
দোকানের স্বত্বাধিকারী সেলিম বলেন, রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। রাত আনুমানিক আড়াইটার দিকে দোকানের বিপরীত পাশের ভবন থেকে এক ব্যক্তি ফোন দিয়ে জানান যে তার দোকানের সাটার কাটা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি আমার ছেলেকে নিয়ে দোকানের দিকে আসলে এক বা একাধিক চোর পালিয়ে যায়। কিন্ত যে চোর দোকানের ভেতর প্রবেশ করেছিল, সে বের হতে পারেনি। তাকে ভেতরে রেখেই সাটার আটকিয়ে দেই। এরপরে ভবন মালিক সাংবাদিক হিমেলসহ আশেপাশের লোকদের ডাক দেই। তারা আসলে পুলিশকে ঘটনা জানানো হয়।
ঘটনাটি জানতে পেরে প্রথমে এএসআই সুজনের নেতৃত্বে ২নং ফাঁড়ির টহল দল ঘটনাস্থলে পৌঁছে দোকানের সাটার খুলে ভেতরে থাকা চোরকে আটক করে। পরে এসআই জাকিরের নেতৃত্বে কোতয়ালী থানার টহল দল এসে উপস্থিত হয়ে চোরকে থানায় নিয়ে যায়। এ সময় চোরের ব্যাগের ভেতর থেকে ২৫ হাজার টাকা, প্রায় ১২ হাজার টাকা মূল্যের মোবাইলের টকটাইম কার্ড ও বিভিন্ন ব্রান্ডের ৬ হাজার টাকা মূল্যমানের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এসব জিনিস দোকান থেকে চুরি করা হয়েছিল।
এসআই জাকির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চোর নিজের নাম রাজ্জাক মোল্যা, পিতা মৃত গনি মোল্যা বলে জানিয়েছে। তার বাড়ি শহরের ভাটি লক্ষিপুর এলাকায়।
এসআই জাকির আরও জানান, আটক চোর পেশায় রিক্সা চালক। সে দিনে রিক্সা নিয়ে বের হয়। রাতে চুরি করতে বের
হয়। এর সাথে আরও লোকজন আছে। এরা রিক্সা নিয়ে বের হলেও যাত্রী তোলে খুব কম। বিভিন্ন এলাকা ঘুরে টার্গেট খুঁজে, আর সুযোগ বুঝে চুরি করে।
খোঁজ নিয়ে জানা গেছে, আটক রাজ্জাকের স্ত্রী বিদেশে থাকে। তার দুই ছেলে ব্যবসা করে। ছেলেরা রাজ্জাককে অটো কিনে দিয়েছে, যাতে সে চুরি না করে। তারপরও সে তার অপকর্ম ছাড়েনি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. গাফফার হোসেন জানান, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক থানায় অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ, গত ১৫ দিনে একই এলাকার অন্তত তিনটি দোকানের সাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
জেডআই/
Leave a reply