সালসার বোতলে আয়ুর্বেদিক ওষুধের বদলে বিক্রি হতো মাদক, রাজধানীতে আটক ৬

|

রাজধানীর নারিন্দা এলাকা থেকে আয়ুর্বেদিক ওষুধের আড়ালে মাদক মিশ্রিত বিপুল পরিমাণ সালসার বোতল উদ্ধার করেছে র‍্যাব। অভিযান চালিয়ে মাদক বিক্রি ‌ও তৈরির এই কাজে জড়িত ৬ জনকে আটক করা হয়। তবে, এসব মাদককাণ্ডের মূলহোতা হেকিম মো. নাঈমকে গ্রেফতার করা যায়নি।

মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাতে বিফ্রিং করে এসব তথ্য জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, ফার্মেসি ব্যবসার আড়ালে সালসার সাথে গাঁজা, ইয়াবার গুড়া, যৌন উত্তেজক ট্যাবলেটেসহ বিভিন্ন মাদক মিশিয়ে বিক্রি করা হতো। যা খেলে কিডনি বিকল হওয়াসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

আরও পড়ুন: ‘সপ্তাহে দু’দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হবে না বরং পড়াশুনায় উৎসাহ বাড়বে’

র‍্যাব জানায়, আয়ুর্বেদিকের নামে হেকিম মো. নাঈম দু’বছর ধরে এসব মাদক বিক্রি করে আসছিলো। ঢাকা শহরেই তার ৬ থেকে ৭টি সালসা বিক্রির আউটলেট আছে। হেকিমকে গ্রেফতার করা না গেলেও তার ছেলে শান্তকে আটক করা হয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply