সিসিটিভি ক্যামেরার আওতায় আসলো মুন্সিগঞ্জ জেলা শহর। জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ১২০টি ক্যামেরা, চলছে ২৪ ঘণ্টা মনিটরিং। পুলিশ বলছে, এতে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি কমবে অপরাধ প্রবণতা। এমন উদ্যোগে খুশি স্থানীয়রা।
মুন্সিগঞ্জ শহরের কাচারীচত্ত্বর। সিসি টিভি ক্যামেরায় চলছে মনিটরিং। শুধু কাচারীচত্বরই নয়; জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ১২০টি ক্যামেরা বসানো হয়েছে। রাস্তাঘাট, অলিগলি, যানবাহন স্ট্যান্ডসহ বেশিরভাগ স্থানই এখন জেলা পুলিশের নজরদারিতে। এলাকার কয়েক লাখ মানুষের চলাচলে বেড়েছে নিরাপত্তার বলয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, একটি পয়েন্টে বসেই এখন থেকে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে রাতে ও দিনে যে অপরাধগুলো সংঘটিত হয় সেগুলোও এখান থেকে পর্যবেক্ষণ ও দমনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো সম্ভব হবে।
এখন থেকে দিন রাত ২৪ ঘন্টা সিসি ক্যামেরায় করা হবে পর্যবেক্ষণ। পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা আর পরিসর বৃদ্ধি করা হবে বলেও জানায় আইন শৃংখলা বাহিনী।
/এসএইচ
Leave a reply