এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে পুলিশের ধস্তাধস্তি

|

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষকদের সাথে পুলিশের ধস্তাধস্তি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে শিক্ষকরা অবস্থান নিতে গেলে বাধা তাতে দেয় পুলিশ। উপায় না দেখে সড়কে বসে পড়েন আন্দোলনরত শিক্ষকরা।

এ সময় পুলিশ উঠে যেতে বললে হাতাহাতি ও ধস্তাধস্তির হয়। শিক্ষকরা জানান, গত তিনদিন থেকে এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান করছিলেন তারা। দুপুরে পুলিশ এসে তাদেরকে মারধর ও হয়রানি করে উঠিয়ে দেয় বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। অনুমতি না থাকা ও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামায়াতের প্রস্তুতির জন্য তাদেরকে সরিয়ে দেয়া হয় বলে জানায় পুলিশ।

এমপিওভুক্তির দাবিতে গত বছরের ডিসেম্বর থেকে আন্দোলন করছিলেন শিক্ষকরা। নতুন বাজেটে বেশ কয়েক দফায় দাবি মেনে নেয়া হবে এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছিলেন তারা। নতুন অর্থবছরের বাজেটে দাবি পূরণ না হওয়ায় আবারো আন্দোলনে নামেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply